আমার হোটেল, বুরজ আল সুলতান এর সামনের রাস্তায় কবুতর:
হাজী সাহেবরা কবুতরগুলিকে খাবার দিচেছ এবং উপভোগ করছে কবতরের ছুটাছুটি:
শুধুমাত্র কবুতরের নিরাপত্তা এবং ভালোভাবে থাকার জন্য সেখানে কিছু স্পেশাল টাইপের তাঁবুর ব্যবস্থা করা হয়েছে।
জনশ্রুতি আছে এই কবুতর বিশেষ ক্ষমতার অধিকারী।
কবুতরের ফেলে দেয়া খাবার খেলে বিভিন্ন রোগ ভালো হয়।
এগুলো সম্পূর্ণ গুজব।
আরো একটা জনশ্রুতি আছে যে মক্কার কাবা শরীফের উপর দিয়ে কখনো কোন প্রাণী উড়ে যায় না, বা বিমান চলে না আসলে এগুলো সবই কল্পকাহিনী বা গুজব।
মসজিদ আর হারমের কিং ফাহাদ গেইটে কবতর মেলা |
আমি নিজে সেখানে অবস্থান করার সময় লক্ষ্য করেছি এবং ভালভাবে লক্ষ্য করেছি যে কবুতর ও অন্যান্য পাখি ছাড়াও প্রজাপতি কাবা শরীফ এর উপর দিয়ে উড়ে যায়।
এখানেও ৫ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় হয় |
Hotel Closed to Masjid Al-Haram |
Minars : 79 No King Fahad Gate |
মসজিদ আল-হারম চত্তরে কবতর |
মসজিদ আল-হারম চত্তরে কবতরের ছুটাছুটি |
তবে মক্কা, মদিনা তথা সৌদি আরব একটি শুষ্ক আবহাওয়ার পরিচ্ছন্ন
দেশ যেখানে অসংখ্য কবুতর দেখা যায়। সৌদি আরবের যেসব জায়গাতে আমি গিয়েছি, হেরা পর্বত সহ অন্যান্য স্থানে গিয়েছি সব
জায়গাতেই অসংখ্য কবুতর আমি দেখেছি