বিসমিল্লহির রহমানির রাহিম।
প্রিয় পাঠক, আস্সালামু আলাইকুম।
স্বাগত জানাচ্ছি মদীনার বিশ্ময় পল্লী ওয়াদিয়ে জীন বা জীনের পল্লীতে।
মসজিদে নববী
হতে জীনের পল্লীর দুরত্ব ৩৭ কিঃমিঃ।
জ্বীনের পল্লীর Full HD Video:
আমাদের হোটেল মসজিদ-এ-নববী’র ৭ নম্বর গেইটের খুবই কাছে এবং সেখান হতে একটি মাইক্রো নিয়ে আমরা রওনা হই বিশ্ময় পল্লী ওয়াদিয়ে জ্বীন বা জ্বীনের পল্লী বা জ্বীনের পাহাড়ের দিকে।
রাস্তার দুপাশে আচে পাহাড় আর পাহাড়।
দুই লেইনের মাঝখানের ডিভােইডারে লাগানো হয়েছে খেজুর গাছ।
আমরা চলতে থাকি ইসলামের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ স্থান ওহুদ পাহাড়ের পাদদেশ দিয়ে।
যাওয়ার পথে আমরা দেখি দুম্বা, ছাগল আর উটের হাট
পরিপাটি করে রাখা গবাদি পশুর খাবারের গুদাম।
পাহাড় আর নীল আকাশের অপূর্ব সমন্বয়।
উট ও দর্শনার্থী
নীচু হতে উপরের দিকে গাড়ি উঠে যাচ্ছে কোন শক্তি বা জ্বালানী ছাড়া!! |
জ্বীনের পল্লীর শেষ প্রান্ত
পানি ভর্তি বোতল নীচের দিক হতে উপরে উঠে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে |
আমদের Youtube Channel এ আছে মন মাতানো সব ভ্রমণ ভিডিও। দেখতে এখানে যান।
আমাদের Facebook Page
অনুসরন করতে পারেন : Twitter
অনুসরন করতে পারেন : Instagram
ঘুরে আসতে পারেন আমাদের ব্লগে : VromonBangla.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন