২০ অক্টো, ২০১৯

হেরেম এলাকার কবুতর বিশেষ ক্ষমতার অধিকারী : কথাটি সত্য নয় এগুলো সাধারণ কবুতরের মতই


আমার হোটেল, বুরজ আল সুলতান এর সামনের রাস্তায় কবুতর:




হাজী সাহেবরা কবুতরগুলিকে খাবার দিচেছ এবং উপভোগ করছে কবতরের ছুটাছুটি:






শুধুমাত্র কবুতরের নিরাপত্তা এবং ভালোভাবে থাকার জন্য সেখানে কিছু স্পেশাল টাইপের তাঁবুর ব্যবস্থা করা হয়েছে।





জনশ্রুতি আছে এই কবুতর বিশেষ ক্ষমতার অধিকারী 

কবুতরের ফেলে দেয়া খাবার খেলে বিভিন্ন রোগ ভালো হয়।

এগুলো সম্পূর্ণ গুজব।





আরো একটা জনশ্রুতি আছে যে মক্কার কাবা শরীফের উপর দিয়ে কখনো কোন প্রাণী উড়ে যায় না, বা বিমান চলে না আসলে এগুলো সবই কল্পকাহিনী বা গুজব।

মসজিদ আর হারমের কিং ফাহাদ গেইটে কবতর মেলা

আমি নিজে সেখানে অবস্থান করার সময় লক্ষ্য করেছি এবং ভালভাবে লক্ষ্য করেছি যে কবুতর অন্যান্য পাখি ছাড়াও প্রজাপতি কাবা শরীফ এর উপর দিয়ে উড়ে যায়। 

এখানেও ৫ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় হয়



Hotel Closed to Masjid Al-Haram



Minars : 79 No King Fahad Gate



মসজিদ আল-হারম চত্তরে কবতর




মসজিদ আল-হারম চত্তরে কবতরের ছুটাছুটি

 তবে মক্কা, মদিনা তথা সৌদি আরব একটি শুষ্ক আবহাওয়ার পরিচ্ছন্ন দেশ যেখানে অসংখ্য কবুতর দেখা যায়। সৌদি আরবের যেসব জায়গাতে আমি গিয়েছি, হেরা পর্বত সহ অন্যান্য স্থানে গিয়েছি সব জায়গাতেই অসংখ্য কবুতর আমি দেখেছি


১১ অক্টো, ২০১৯

ময়নামতি জাদুঘর কোটবাড়ি কুমিল্লা



আজ আমাদের ভ্রমণের গন্তব্য কুমিল্লার ময়নামতি জাদুঘর, কোটবাড়ি, ময়নামতি, কুমিল্লা।




কিভাবে ময়নামতি জাদুঘরে যাব?

প্রথমে আপনি দেশের যে কোন স্থান হতে চলে আসুন ময়নামতি সেনানিবাস (Comilla Cantonment) এ। সেখান থেকে সিএনসি, অটো, রিক্সা দিযে ঘুরে আসতে পারেন ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে যেটি কুমিল্লা শালবন বিহারের সাথেই লাগোয়।

places to visit in comilla




ময়নামতি জাদুঘরে প্রবেশের টিকেট:

প্রবেশ ফি ২০ টাকা।

৫ বছরের কম শিশুদের টিকেট লাগে না। 

প্রাথমিক পর্যায়ের শিশুদের জন্য ৫ টাকা, সার্কভূক্ত দেশের ভিজিটরদের টিকেট ১০০ টাকা আর অন্য দেশের জন্য ২০০ টাকা।


Google Map for Shalban Vihara, Moinamati, Comilla, Bangladesh

lok shilpa jadughar


ময়নামতি জাদুঘর বন্ধ-খোলার সময়সূচীঃ

গ্রীষ্মকাল : সকাল ১০টা -৬টা

শীতকাল : সকাল ৯টা - ৫টা

নামাজ ও দুপুরের খাবারের বিরতি ১টা - .৩০





moynamoti jadughor


সমগ্র জাদুঘরে মোট প্রদর্শনী আইটেম ৪২টি।

ময়নামতি জাদুঘর


প্রদর্শনী আধারগুলোতে প্রত্মতাত্ত্বিক স্থান খননের উম্মোচিত স্থাপত্যসমৃদ্ধ ধ্বংসাবশেষের ভূমি-নকশা

ধাতু লিপি ফলক, প্রাচীন মুদ্রা, মৃন্ময় মুদ্রক-মুদ্রিকা

পোড়া মাটির ফলক, ব্রোঞ্জ মূর্তি, পাথরের মূর্তি

লোহার পেরেক, পাথরের গুটিকা, অলংকারের অংশ 

এবং ঘরে ব্যবহৃত মাটির হাড়ি পাতিল প্রদর্শিত হচ্ছে।

শালবন বৌদ্ধ বিহার
বিশ্রামের সময়

জাদুঘরে রয়েছে ব্রোঞ্জের তৈরী বিশালাকায় একটি ঘন্টা যার ওজন ৫শ কেজি। এর ব্যাস ৮৪ সেন্টিমিটার।

জীবাশ্ব/ফসিল


এক নজরে কুমিল্লা
সুন্দর প্রকৃতি


comilla mainamati shalbon bihar
নানা ফুরের সমাহার


best place in comilla
আমাদের ঘুরাঘুরি


comilla city tour
আমাদের মডেল



natural beauty of Comilla
জাদুঘর ক্যাম্পাসে নানা রঙ্গের গোলাপ


comilla tv


























আমাদের  সাথেই থাকুন:

VromonBangla.com

ফেসবুক পেজ

Youtube Channel

Instagram

Pinterest

Twitter



৭ অক্টো, ২০১৯

জ্বীন বনাম মাধ্যাকর্ষণ শক্তি:মদিনার রহস্যময় জ্বীন পল্লীতে কি আছে?

বিসমিল্লহির রহমানির রাহিম।

প্রিয় পাঠক, আস্সালামু আলাইকুম।

স্বাগত জানাচ্ছি মদীনার বিশ্ময় পল্লী ওয়াদিয়ে জীন বা জীনের পল্লীতে

jinner polli madinah


মসজিদে নববী হতে জীনের পল্লীর দুরত্ব ৩৭ কিঃমিঃ।


জ্বীনের পল্লীর Full HD Video: 




আমাদের হোটেল মসজিদ-এ-নববী’র ৭ নম্বর গেইটের খুবই কাছে এবং সেখান হতে একটি মাইক্রো নিয়ে আমরা রওনা হই বিশ্ময় পল্লী ওয়াদিয়ে জ্বীন বা জ্বীনের পল্লী বা জ্বীনের পাহাড়ের দিকে। 

Masjid e Nawabi


রাস্তার দুপাশে আচে পাহাড় আর পাহাড়।


best khorma madina


দুই লেইনের মাঝখানের ডিভােইডারে লাগানো হয়েছে খেজুর গাছ।


history of ohud madina



moriam khorma


আমরা চলতে থাকি ইসলামের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ স্থান ওহুদ পাহাড়ের পাদদেশ দিয়ে।


how to go to jiner pahar



location of walide jin



dumba saudi arabia


যাওয়ার পথে আমরা দেখি দুম্বা, ছাগল আর উটের হাট


market of dumba and camel



field of dumba


পরিপাটি করে রাখা গবাদি পশুর খাবারের গুদাম।


history of madina


পাহাড় আর নীল আকাশের অপূর্ব সমন্বয়।


secret of jiner polli




how to ride camelউট ও দর্শনার্থী


walide jin
নীচু হতে উপরের দিকে গাড়ি উঠে যাচ্ছে কোন শক্তি বা জ্বালানী ছাড়া!!



area of jin




how to cross gravitation



জ্বীনের পল্লীর শেষ প্রান্ত




where gravitation law is failed
পানি ভর্তি বোতল নীচের দিক হতে উপরে উঠে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে



way to jiner polli




দুম্বার হাট



উটের হাট
















আমদের Youtube Channel এ আছে মন মাতানো সব ভ্রমণ ভিডিও। দেখতে এখানে যান।

আমাদের Facebook Page

অনুসরন করতে পারেন : Twitter

অনুসরন করতে পারেন : Instagram

ঘুরে আসতে পারেন আমাদের ব্লগে : VromonBangla.com