আমরা ৫ জন চট্টগ্রামের অলংকার মোড়ের আলিফ হোটেলে একত্রিত হই এবং সকালের নাস্তা
সেরে আমরা চয়েস পরিবহনের একটি গাড়িতে উঠে রওনা হই খৈয়াছড়া ঝর্ণার (Khoiyachaara Waterfalls) দিকে। অলংকার মোড় হতে খৈয়াছড়ার (ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে) দিকে।
খৈয়াছড়া ঝর্না অভিযানের সম্পুর্ণ ভিডিও দেখুন:
অলংকার মোড় হতে প্রায় ৫০
মিনিটে আমরা পৌছে যাই ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের খৈয়াছড়া পয়েন্টে।
বেশ কয়েকটি বাঁশ ও কাঠের তৈরী সাকো পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
স্থানীয়দের বাড়ি হতে বের হওয়ার জন্যও রয়েছে সাকো।
ঝর্না হোটেলে আমরা।
ঝর্না হোটেলে আমাদের লাঞ্চের প্রস্তুতি।
বর্ষায় সবুজ প্রকৃতি সেজেছে নতুন সাজে যা চোখ জুড়িয়ে দেয়।
সবুজ প্রকৃতির সবই সুন্দর ও মনোরম।
পিচ্চিল ও কর্দমাক্ত পাহাড়ী পথে আমাদের অভিযান চলছে।
এক ফাকে সেলফি!
খৈয়াছড়া ঝর্ণার কাছাকাছি এসে পড়েছি আমরা।
পাথর আর পানির বন্ধুর রাস্তায় আমাদের ছুটে চলা।
পাহাড়ী খৈয়াছড়ার ঝর্ণার পথে।
পাহাড়ী ঝর্ণা, পাথর আর সবুজ বনের যেখানে মিতালী।
খৈয়াছড়া ঝর্ণার প্রথম ধাপের কাছে আমরা।
জোঁক আর পোকা মাকড়ের ভয় নিয়ে এগিয়ে যাওয়া।
প্রকৃতির সৌন্দর্য কখনও কখনও উদাষী করে করে পর্যটকদের!!