আমরা ৫ জন চট্টগ্রামের অলংকার মোড়ের আলিফ হোটেলে একত্রিত হই এবং সকালের নাস্তা
সেরে আমরা চয়েস পরিবহনের একটি গাড়িতে উঠে রওনা হই খৈয়াছড়া ঝর্ণার (Khoiyachaara Waterfalls) দিকে। অলংকার মোড় হতে খৈয়াছড়ার (ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে) দিকে।
খৈয়াছড়া ঝর্না অভিযানের সম্পুর্ণ ভিডিও দেখুন:
অলংকার মোড় হতে প্রায় ৫০
মিনিটে আমরা পৌছে যাই ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের খৈয়াছড়া পয়েন্টে।
বেশ কয়েকটি বাঁশ ও কাঠের তৈরী সাকো পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
স্থানীয়দের বাড়ি হতে বের হওয়ার জন্যও রয়েছে সাকো।
ঝর্না হোটেলে আমরা।
ঝর্না হোটেলে আমাদের লাঞ্চের প্রস্তুতি।
বর্ষায় সবুজ প্রকৃতি সেজেছে নতুন সাজে যা চোখ জুড়িয়ে দেয়।
সবুজ প্রকৃতির সবই সুন্দর ও মনোরম।
পিচ্চিল ও কর্দমাক্ত পাহাড়ী পথে আমাদের অভিযান চলছে।
এক ফাকে সেলফি!
খৈয়াছড়া ঝর্ণার কাছাকাছি এসে পড়েছি আমরা।
পাথর আর পানির বন্ধুর রাস্তায় আমাদের ছুটে চলা।
পাহাড়ী খৈয়াছড়ার ঝর্ণার পথে।
পাহাড়ী ঝর্ণা, পাথর আর সবুজ বনের যেখানে মিতালী।
খৈয়াছড়া ঝর্ণার প্রথম ধাপের কাছে আমরা।
জোঁক আর পোকা মাকড়ের ভয় নিয়ে এগিয়ে যাওয়া।
প্রকৃতির সৌন্দর্য কখনও কখনও উদাষী করে করে পর্যটকদের!!
উচ্ছল ঝর্ণায় উতালা তারুন্য!!
ভয়ঙ্কর সুন্দর প্রকৃতি।
প্রকৃতি যেখানে মোহগ্রস্ত করে।
বৃক্ষ ও পাহাড়ের ফাকে সুর্যর উকি মারা।
পাহাড়ী পথ
পাথুরে জর্ণা।
”কখনও পহাড় যেখানে পাথর চিরদিন জেগে থাকে”
খৈয়াছড়া ঝর্নার প্রথম ধাপ : আনন্দে উচ্ছল পর্যটক
মন চায় প্রতি পদের স্মৃতি ক্যামেরা বন্দী করি!
উচ্ছল উদ্দাম ঝর্ণা।
উচ্ছল ঝর্ণায় আনন্দে উদ্ভাসিত পর্যটক।
ঝর্নার জলে অবগাহন
উচু পাহাড়ের গা বেয়ে আছড়ে পড়ছে ঝর্ণার পানি।
Our Social Channels:
Youtube.com/
Blog: VromonBangla.com
Facebook.com/Travell2Life
Instagram.com/TravelL2life
Twitter.com/Travell2Life
Pinterest.com/Travel2Life
ViewBug
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন