আজ
আপনাদের সামনে হাজির হয়েছি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক স্থাপনা এবং প্রিয় নবী
হজরত মুহাম্মাদ (সঃ)এর স্মৃতি বিজড়িত মসজিদ আল কিবলাতাইন
বা দুই কিবলা মসজিদ নিয়ে।
দুই কিবলা মসজিদের বিস্তারিত ভিডিও দেখুন:
দুই কিবলা মসজিদের বিস্তারিত ভিডিও দেখুন:
এই
Presentation এ দেখবেন ইসলামের ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ এই মসজিদের নান্দনিক নির্মানশৈলী,
বৈচিত্রময় প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক পটভুমি এবং মসলমানদের নিকট এই মসজিদের গুরুত্ব
ও তাৎপরয।
দুিই কিবলা মসজিদ |
গত
কয়েকদিন মক্কায় অবস্থান, পবিত্র উমরাহ পালন ও জিয়ারাহ শেষে আমরা এসেছি পবিত্র শহর সোনার
মদিনায়। এবং প্রধান আকর্ষণ মসজিদে নববীর পরে আজকের গন্তব্য মসজিদ আল
কিবলাতাইন
বা দুই কিবলা মসজিদ।
অবস্থান : মদিনার
মসজিদ এ নববী হতে মাত্র ৫/৬ কিলোমিটার দুরে এই মসজিদ অবস্থিত।
দুই কিবলা মসজিদে পুরুষ ও মহিলদের প্রবেশের জন্য রয়েছে আলাদা গেট।
মসজিদে রয়েছে ২টি সু্উচ্চ মিনার এবং ১টি গম্বুজ। মসজিদটিতে একসাথে ২০০০ হাজার মুসল্লি
নামায আদায় করতে পারেন।
অপূর্ব নির্মানশৈলি,
নান্দনিক সৌন্দর্য এবং ইসলামী ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই নামাজের ঘর, মসজিদ আল
কিবলাতাইন এর স্থপতি আবদেল-ওয়াহেদ আল ওয়াকিল।
মুসলমানদের
নামাযের দিক নির্দেশকই হল কিবলা অর্থাৎ যার দিকে মুখ করে নামায আদায় করা হয়।
রাসুল (সঃ)মক্কায়
অবস্থান কালে মসজিদ আল হারম এবং আল-আকসা মসজিদ উভয়কে সমান্তরাল বরাবর সামনে
রেখে নামাজ আদায় করতেন কিন্তু মক্কা হতে মদিনায় হিজরতে করার ফলে শুধুমাত্র আল-আকসা মসজিদ কে সামনে করে নামাজ আদায় করতে
হত। কিন্তু তাঁর মনের আশা ছিল যে তিনি যদি হযরত ইবরাহিম (আঃ) এর স্মৃতি বিজড়িত মাসজিদ আল হারম এর দিকে মুখ করে নামাজ পড়তে
পারতেন। তবে তিনি এ বিষয়ে আল্লাহর কাছে কোন
আরজি পেশ করেন নি।
কিন্তু অন্তরযামী
মহান আল্লাহ তার অন্তরের আশা পূরন করার জন্য সুরা বাকারার ১৪৪ নাম্বার আয়াতের মাধ্যমে
আদেশ করেন:
প্রিয় পাঠক,
আমি এখন দুই কিবলা মসজিদের ভিতরে দেখেছে এখান থেকে ঠিক উত্তর দিকে ছিল মসজিদ আল আকসা যাকে কিবলা করে মুসলমানরা নামায আদায় করত।
এই দুই কিবলা মসজিদে একদিন নামাযরত অবস্থায়
(দুই রাকাত নামায শেষ হওয়ার পর) ওহি আসে কিবলা পরিবর্তন করার জন্য। এবং তৎক্ষনাত উত্তর দিক হতে দক্ষিনে অর্থাৎ মসজিদ আল হারমের দিকে ঘুরে বাকি নামায
শেষ করেন।
Source: Wikipedia |
মহানবী হযরত
মুহাম্মাদ (সঃ) মক্কা ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করেন ৬২২ খ্রিস্টাব্দের ২৩ সেপ্টেম্বর।
এ সময়ও কিবলা ছিল আল-আকসা মসজিদ বা বাইতুল
মুকাদ্দাস অভিমুখে যা বর্তমান ইসরাইলের জেরুজালেম শহরে অবস্থিত। হিজরতের দ্বিতীয়
বছর ৬২৩ খ্রিস্টাব্দে রজব মাসের মাঝামাঝি সময়ে কিবলা পরিবর্তনের ঘটনা ঘটে। নামাজের
ওয়াক্ত ছিল যোহর মতান্তরে আসর।
তখন রাসুল
(সঃ) নামায পড়ছিলেন মদিনার মসজিদ এ নববী হতে মাত্র ৫/৬ কি/মি দুরে অবস্থিত একটি মসজিদে।
এবং এই কারনে এই মসজিদের নাম হয় মসজিদ আল কিবলাতাইন
বা “দুই কিবলা মসজিদ” যা ইসলামের ইতহাস, রাসুল
সঃ এর স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে আজও।
বড়ই পরিতাপের
বিষয় মুসলমানদের প্রথম কিবলা “মসজিদ আল আকসা” বর্তমানে ইহুদিদের দখলে এবং মুসলমানদের
সেখানে গিয়ে এবাদত করতে দেওয়া হয় না।
আরো জানতে ভিজিট করুন:
Youtube: Travel2Life
Facebook Page
Source of Some Info:
https://bn.wikipedia.org//wiki/মসজিদ_আল_কিবলাতাইন
আরো জানতে ভিজিট করুন:
Youtube: Travel2Life
Facebook Page
Source of Some Info:
https://bn.wikipedia.org//wiki/মসজিদ_আল_কিবলাতাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন